রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধে ৫৮ ‘বিদেশি বন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা বিশেষভাবে অবদান রেখে স্বাধীনতাকে তরান্বিত করেছেন তাদের মধ্যে ৫৮ জন বিদেশি নাগরিককে নিয়ে গ্রন্থ রচনা করেছেন বিশিষ্ট গবেষক মোহাম্মদ আবদুল গণি।

শুক্রবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিদেশি বন্ধু’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন করেন গুণিজনরা। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে এবিসি পাবলিকেশন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠাণ্ডু, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভাপতি ড. মশিউর মালেক, যুগ্ম-সম্পাদক রাশিদা হক কনিকা। মুখ্য আলোচক ছিলেন ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, বিশেষ আলোচক ছিলেন ড. লিপন মুস্তাফিজ।

বক্তারা বলেন, মোহাম্মদ আবদুল গণির ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিদেশি বন্ধু’ গ্রন্থটিতে শুধু বাঙালি জাতির অকৃত্রিম বন্ধুদের কথাই আলোচিত হয়নি, এতে যুদ্ধকালে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট ঐতিহাসিক তথ্য ও দলিলাদির মাধ্যমে গবেষণালব্ধ বিষয়বস্তুর মাধ্যমে উপস্থাপিত হয়েছে। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে পার্শ্ববর্তী দেশ ভারতের সাহায্য সহযোগিতার কথা সবিস্তারে বর্ণনা করা হয়েছে। বইটার গবেষণালব্ধ বিষয়বস্তু পাঠকদের ইতিহাসজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় ইতিহাসকে সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তারা।

গ্রন্থটিতে যাদের কথা উঠে এসেছে তারা হলেন- ইন্দিরা গান্ধী, জে এফ আর জ্যাকব, নিকোলাই পদগর্ণি, জর্জ হ্যারিসন, অ্যাডওয়ার্ড কেনেডি, জোসেফ ও কলেন, কবি অ্যালেন গিন্সবার্গ, পল কনেট দপ্ততি ফাদার রিচার্ড টিম, ডব্লিউ এ এস ওডারল্যান্ড (বীরপ্রতীক), অ্যান্থনি মাসকারেনহাস, সায়মন ড্রিং, সিডনি শ্যানবার্গ, এয়ার মার্শাল আসগর খান, জোয়ান বয়েজ, জন এফ কেনেডি, মাওলানা সাইয়্যেদ আসআদ, ফাদার মরিনো রিগনসহ ৫৮ জন বিশিষ্ট ব্যক্তি।

মোহাম্মদ আবদুল গণি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বিদেশি এসব বন্ধুদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে এ দেশের মানুষ। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে তার আদর্শে উজ্জীবিত হয়ে এই গ্রন্থটির কাজ হাতে নিয়েছি। দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই আমার প্রত্যয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com