বাংলা৭১নিউজ, ঢাকা: স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা ফাঁস করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ওবায়দুল কাদেরকে বেসামাল কথাবার্তা বন্ধ করতে পরামর্শ দিয়ে বিএনপি নেতা বলেছেন, তা না হলে স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা ফাঁস করে দেওয়া হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্যাথলজিক্যাল লায়ার বলার জবাবে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে নিজ অফিসে সাংবাদিকদের কাছে তিনি এ হুঁশিয়ারি দেন।
গয়েশ্বর বলেন, আজকে কোনো কথা বলছি না। এরপরও যদি আরও কথা আসে তাহলে তার (ওবায়দুল কাদের) পরিবারে স্বাধীনতাবিরোধী কয়জন আছে তা প্রকাশ করা হবে।
বিষয়টি জনসম্মুখে প্রকাশ পেলে মানবতাবিরোধী ট্রাইব্যুনালের কাজ বেড়ে যাবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিনই মিথ্যা কথা বলেন। তার মুখ থেকে সত্য কথা বের হয় না। এ কারণে ওবায়দুল কাদেরও মনে করেন, প্রতিপক্ষও (রিজভী) মিথ্যা বলে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগের মতো দলে এমন একজন প্রতিবন্ধী সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন, শুরু থেকেই বেসামাল কথাবার্তা বলছেন। প্রায় কথাই তিনি টিপ্পুনি কাটেন। মিথ্যার ওপর যারা বসবাস করেন তাদের চোখে অন্যকে প্যাথলজিক্যাল লায়ার বলাটা এটা অসভ্যতা, অশোভনীয়।
দেশের মহাসড়কগুলোর বেহাল চিত্র তুলে ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেদিকে তার (ওবায়দুল কাদের) নজর নেই।
২০১৪ সালের ৫ জানুয়ারির মতো যেন-তেন নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটা তারা ভালো করেই জানে।
বাংলা৭১নিউজ/জেএস