বাংলা৭১নিউজ, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের কালামনগর-বংশীপাড়া মুক্তিযুদ্ধ ঘাটে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে মাজপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সভায় কালামনগর-বংশীপাড়া মুক্তিযোদ্ধা ঘাটে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির সভাপতি এবং মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ গফুর মিয়া সভাপতিত্ব করেন।
কমিটির সাধারণ সম্পাদক ও পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন গত বিজয় দিবস উদ্যাপনের উদ্বৃত্ত আয়-ব্যয়সহ সার্বিক রিপোর্ট পেশ করেন। কালামনগর-বংশীপাড়া মুক্তিযোদ্ধা ঘাটে দিবসটি সুন্দর ভাবে উদ্যাপন করার জন্য গুরত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন পারখিদিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম নাজমূল হক, খিদিরপুর ডিগ্রী কলেজের সহযোগি অধ্যাপক ও কমিটির সহকারি সাধারণ সম্পাদক কে,এম রকিবুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, প্রধান শিক্ষক মোঃ বাকী বিল্লাহ, প্রমুখ।
উল্লেখ যে, ১৯৭১ সালে ৬ নভেম্বরে ঐ স্থানে পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়েছিল এবং সেখানে প্রায় ১৩জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। এছাড়া অনেক মুক্তিযোদ্ধা আহতও হন। মুক্তিযোদ্ধাদের স্মরণে উক্ত স্থানে প্রতি বছর স্বাধীনতা ও বিজয় দিবস উদ্যাপন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস