মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানান মোদি।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে ও বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। এই দিনটি আমাদের দুই দেশের ইতিহাস এবং ত্যাগের প্রমাণ। এটি আমাদের দ্বিপাক্ষিক অংশীদারত্বের ভিত্তিস্থাপন করেছে।”
মোদি আরও লিখেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য আলোক নির্দেশক হয়ে আছে, যা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে এবং দুই দেশের জনগণের জন্য সুবিধা নিয়ে এসেছে।
নরেন্দ্র মোদি আরও লেখেন, “শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, এবং দুই দেশের স্বার্থের বিষয়ে আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে আমরা এই অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বাংলা৭১নিউজ/এসএইচ