পঞ্চগড়ের বোদায় স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এ লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা, র্যালী, আলোচনা সভা, কুইজ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আজ ২৭ মার্চ শনিবার সকালে বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন শেষে একটি বিশাল শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ মেলা মঞ্চে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, লক্ষি রাণী বর্মন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিউর করিম রাজু, উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান, পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল,বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথি মেলার বৃন্দস্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলা পর্যায়ের ৩০ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ৩০টি স্টলের মাধ্যমে সরকারের গত ১২ বছরে ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরেছেন।
বাংলা৭১নিউজ/এমকে