মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভিসা হয়নি বেশিরভাগ হজযাত্রীর, সময় আরও বাড়ছে আজই সিরিজ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ! ৮ বিভাগেই বৃষ্টির আভাস, বিদায় নিতে পারে তাপপ্রবাহ লোকসভা নির্বাচনে ভোট দিলেন মোদী উপজেলা নির্বাচন সিরাজগঞ্জে গোপন বৈঠক, ৫ প্রিসাইডিং কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬ প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ন্যায্যমূল্যে পণ্য মানুষের কাছে পৌঁছাতে কাজ করছে টিসিবি ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে : দীপু মনি ২৩ ফুট লম্বা আঁচল, মেট গালায় শাড়িতে নজর কাড়লেন আলিয়া এক কোটি কার্ডধারীকে ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদৎবার্ষিকী আজ উপজেলা নির্বাচন: প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৪৭৩৫ চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি

স্বাগত ২০১৭

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : নতুন বছরের নতুন স্বপ্নকে ধারণ করে শীতের কুয়াশা সরিয়ে উঁকি দিয়েছে উজ্জ্বল রোদ। সোনালি স্বপ্নের হাতছানি নিয়ে উদিত হলো নতুন সূর্য। প্রথম সূর্যোদয়ে প্রত্যাশার আলোয় উদ্ভাসিত নতুন বছর। শুভ নববর্ষ। স্বাগত ২০১৭। অভিবাদন ২০১৭।

একটি নতুন বর্ষপরিক্রমা শুরু হলো আজ ।বিশ্বের বয়স আরও এক বছর বাড়ল। গ্রেগরিয়ান পঞ্জিকা অনুযায়ী ইংরেজী নববর্ষের প্রথম দিন আজ। এক বছরের ‘আনন্দ-বেদনা, আশা-নিরাশা আর সাফল্য-ব্যর্থতার পটভূমির ওপর সর্ববিপর্যয়-দুঃসময়কে জয় করার সঙ্কল্পের সোনালি দিন আজ। আলোড়ন আর তোলপাড় করা ঘটনাবহুল ২০১৬-এর অনেক ঘটনার রেশ নিয়েই মানুষ এগিয়ে যাবে।

নতুন বছরটি যেন প্রতিটি মানুষের মন থেকে সকল গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। রাজনৈতিক হানাহানি কিংবা জঙ্গী-সন্ত্রাসমুক্ত হয়ে যেন প্রিয় স্বদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। বাংলাদেশে ইংরেজি নববর্ষ পালনের ধরন বাংলা নববর্ষ পালনের মতো ব্যাপক না হলেও এ উৎসবের আন্তর্জাতিকতার ছোঁয়া থেকে বাংলাদেশের মানুষও বিচ্ছিন্ন নয়।

জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বহু ঘটনার সাক্ষী হয়ে মহাকালের অতল গর্ভে শনিবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চলে গেছে বিগত বছর ২০১৬। আবহমান সূর্য একটি পুরনো বছরকে কালস্রোতের উর্মিমালায় বিলীন করে আবার শুরু করল যাত্রা। স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার রক্তিম আলোয় উদ্ভাসিত ইংরেজি নতুন বছর শুরু হলো।

থার্টিফার্স্টে বিশ্বের কোটি কোটি মানুষ পরমানন্দে ২০১৭ সালকে বরণ করেছে। বিগত বছরের সব কালিমা ধুয়ে-মুছে নতুন কেতন ওড়াতে ওড়াতে এগিয়ে যাবে সময়, সভ্যতা, হিংসা-বিদ্বেষ-হানাহানিমুক্ত রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। বিগত সময়ের সব ভুল শুধরে নেবার সময় এসেছে আজ।

তবে বাংলাদেশের মানুষের জন্য এবার নতুন বছরটি এসেছে ভিন্ন আবহে। অনেক চ্যালেঞ্জ নিয়েই টানা দ্বিতীয় মেয়াদের ক্ষমতার চতুর্থ বছরে পদার্পণ করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সরকার। নতুন এ বছরে কিছু জ্বলন্ত ইস্যুরও সমাধান করতে হবে ক্ষমতাসীন সরকারকে। বিদায়ী বছরে রাজনীতির মাঠ ছিল বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই শান্ত। ছিল না হরতাল কিংবা আগুনে পোড়া, বোমায় বিধ্বস্ত কোন শোকাতুর পরিবেশ। তবে গত পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় ভয়াবহ জঙ্গী হামলা অসাম্প্রদায়িক বাংলাদেশের ৪৫ বছরের ইতিহাসই পাল্টে দেয়। বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে জঙ্গীরা ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জনকে নির্মমভাবে হত্যা করে । বছরধরে নানাস্থানে গুপ্তহত্যা, বিদেশি নাগরিক হত্যা, ব্লগার, সংখ্যালঘুদের হত্যার ঘটনাও উদ্বেগের সৃষ্টি করে।

শক্তহাতে মোকাবেলা করে সন্ত্রাস-জঙ্গীবাদের দেশের কালো তকমা মুছে ফেলে সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গুলশানে হামলাকারী পাঁচ জঙ্গী, তাদের মাস্টারমাইন্ডসহ প্রায় ২৭ শীর্ষ জঙ্গীকে অত্যন্ত সফলতার সঙ্গেই নির্মূল করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারপরও সরকারের জন্য চ্যালেঞ্জ রয়ে গেছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জঙ্গীবাদ দমন, সংঘাত-সহিংস রাজনীতির বদলে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত, বেকারত্ব দূরীকরণ, বিদেশী বিনিয়োগ বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনীতির আরও গতিসঞ্চার, সংসদকে কার্যকর করে নতুন বছরে একটি শান্তিময়-সমৃদ্ধ দেশ উপহার দিতে ২০১৭ সাল সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ নিয়েই এসেছে। বিপুল প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়েই আজ থেকে যাত্রা শুরু করল নতুন বছর।

ইংরেজী নববর্ষের শুভলগ্নে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা বাণীতে ইংরেজী নববর্ষে দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গতকালের সূর্যাস্তের মধ্য দিয়ে হারিয়ে গেছে ঘটনাবহুল ২০১৬ সালটি। কালপরিক্রমায় নববর্ষ আসে, নতুন আশায়, স্বপ্নে উজ্জীবিত হয় মানুষ। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এ রকম প্রত্যাশায় মানুষ উজ্জীবিত হয়। প্রত্যাশা কেবল মানুষের নিরাপত্তা, শান্তি, স্বস্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকার। বিদায় ২০১৬, স্বাগত ২০১৭ ।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com