বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর বাঘাবাড়ী কারখানায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মধ্যমণি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা, মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ও তার সহধর্মিনী মিসেস ছাবেরা সুলতানার হাতে সোমবার রাতে বিরল দুটি বনশাই বটবৃক্ষ তুলে দেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা, জাতীয় রেসকোর্স ময়দান সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি কামরুল হাসান হিরোক ও সাধারণ সম্পাদক সাবেক জিএস আরিফুল ইসলাম পলাশ।
অতিথিদ্বয়ের হাতে বৃক্ষ প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের আরেক মধ্যমণি, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ, রূপবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, ব্যাবসায়ী নেতা রবিন আকন্দ প্রমূখ।
উপহার হিসেবে বৃক্ষ পেয়ে মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেন,‘ প্রিয় বৃক্ষ উপহার হিসেবে পেয়ে আনন্দিত। সকলেরই উচিত বৃক্ষ রোপণ করা। ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের ওপর বিশেষ দুর্বলতা রয়েছে।পরিবেশের ভারসাম্যতা রক্ষা, জীববৈচিত্র রক্ষায় সকলেরই বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত যেমনটি সবুজ বিপ্লবের উদ্যোক্তা করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস