বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: কয়েক দিনের টানা ভ্যাপসা গরমে অতিষ্ট পর এক পশলা বৃষ্টি হিলি স্থলবন্দরের জনজীবনে এনে দিলো স্বস্থি।
আজ রবিবার দুপুরে মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে গুমোট ভাব সরিয়ে বন্দরের বিভিন্ন এলাকায় ঝরেছে একটু স্বস্থির বৃষ্টি। বন্দরের আশপাশের এলাকা গুলোতে বৃষ্টি হয়েছে,
সকালের দিকে তেমন রৌদ্দ না থাকলেও ছিলো ভ্যাপসা গরম। দুপুর থেকে শুরু হয় একটানা বৃষ্টি। মাত্র অল্প কিছুক্ষন বৃষ্টি হলেও বন্দর এলাকার জনজীবনে নিযে আসে স্বস্থি।বৃষ্টিতে সাধারন লোক জনের চলাচলের তেমন সমস্যা হলেও তেমন প্রভাব পড়েনি বন্দরের কর্মব্যস্ত মানুষের মাঝে।
বাংলা৭১নিউজ/জেএস