বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা সাময়িক: শেখ বশিরউদ্দীন অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২

স্বর্ণের দাম দুই বছরে সর্বোচ্চ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা : দুই বছরে স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে রুপার দাম বেড়েছে ৩ শতাংশ। ডলারের দুর্বল অবস্থার পরিপ্রেক্ষিতে বাজারে স্বর্ণের দামে বর্তমানে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে।

আগস্টে সরবরাহের চুক্তিতে বুধবার প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৯ ডলার বা ০.৭ শতাংশ। এদিন মূল্যবান ধাতুটির প্রতি আউন্সের দাম স্থির হয় ১ হাজার ৩২৬ ডলার ৯০ সেন্টে। এ দাম ২০১৪ সালের ১১ জুলাইয়ের পর সর্বোচ্চ।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের পৃথক হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে বৈশ্বিক বাজারে সৃষ্ট ঝুঁকির কারণে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী।

চলতি সপ্তাহে স্বর্ণের কেনাবেচা হয়েছে ০.৩ শতাংশ বেশি হারে। গত বছরের একই সময়ের তুলনায় এটি ২৫ শতাংশ বেশি। এদিকে এসপিডিআর গোল্ড ট্রাস্টের সূচক বেড়েছে ১ শতাংশ।

থিংকফরেক্সের প্রধান বাজার বিশ্লেষক নাইম আসলাম জানান, যুক্তরাজ্যের ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়া-বিষয়ক লিসবন ট্রিটির ৫০ অনুচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে পণ্যবাজারের অস্থিরতা আরো বাড়বে। আর এ অস্থিরতা ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম বাড়ায় বিশেষ ভূমিকা রাখবে। বিচ্ছেদ-বিষয়ক ইইউ ও যুক্তরাজ্যের মধ্যবর্তী আলোচনা চলার পুরো সময়ে বাজারে এ অস্থিরতা বিরাজ করবে।

এদিকে স্বর্ণের বাজারের চেয়েও বুধবার রুপার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে বেশি। সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে রুপার দাম আউন্সপ্রতি বেড়েছে ৫১ দশমিক ৮ সেন্ট বা ২ দশমিক ৯ শতাংশ। এদিন রুপার দাম স্থির হয় ১৮ দশমিক ৪০৭ ডলারে। এ দাম ২০১৪ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

ডাবলিনভিত্তিক প্রতিষ্ঠান গোল্ডকোরের গবেষণা পরিচালক মার্ক ও’বায়ার্ন বলেন, শেয়ার, বন্ড এমনকি স্বর্ণের বাজার তুলনায় অনেক ছোট হলেও স্বর্ণের মতো রুপাও উজ্জীবিত হয়ে উঠেছে। রুপার বাজারের বর্তমান অবস্থা অনেক শক্তিশালী।

সাম্প্রতিক এ প্রতিবেদনে দেখা গেছে, ক্রেতাদের ব্যয়প্রবণতা এপ্রিলের তুলনায় মে মাসে হ্রাস পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে স্বর্ণের বাজার একটি শক্ত ভিত খুঁজে পেয়েছে। পাশাপাশি মুদ্রাস্ফীতির হারেও কিছু পরিবর্তন হয়েছে। আইসিই ডলার সূচকের মান এরই মধ্যে কমেছে দশমিক ৬ শতাংশ। সাধারণত ডলার আর স্বর্ণের বাজার বিপরীতমুখী প্রবণতায় পরিবর্তিত হলেও বুধবার কিছু ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। এদিন স্বর্ণের সঙ্গে সঙ্গে চাঙ্গা ছিল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারও।

এদিকে স্বর্ণ ও রুপার পাশাপাশি অন্যান্য ধাতুর বাজারেও বুধবার ছিল চাঙ্গাভাব। এদিন সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে তামার দাম বেড়েছে ১ দশমিক ১ সেন্ট বা ০.৫ শতাংশ। প্রতি পাউন্ড তামার দাম এদিন ছিল ২.১৮৬ ডলার। বেড়েছে প্লাটিনামের দামও। অক্টোবরে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স প্লাটিনামের দাম এদিন স্থির হয় ১ হাজার ১৩ ডলার ৫০ সেন্টে।

আগের দিনের চেয়ে এ দাম ৩২ ডলার ৯০ সেন্ট বা ৩.৪ শতাংশ বেশি ছিল। একইভাবে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে প্যালাডিয়ামের দাম বেড়েছে ২০ ডলার ৬০ সেন্ট বা ৩.৬ শতাংশ। এদিন প্যালাডিয়ামের দাম স্থির হয় ৫৯০ ডলার ৫৫ সেন্টে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com