বুধবার, ০৮ মে ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’ ঢাকায় আসছেন ডোনাল্ড লু লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী ভোটের আগের দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল, স্কুলে যাচ্ছে সংশোধনী জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ মাঝ-আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, জরুরি অবতরণ করলো ফ্লাইট সব হজযাত্রী সঠিক সময়ে যাবেন, সঠিক সময়ে ভিসাও হবে : ধর্মমন্ত্রী ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্টকার্ড বিতরণ শুরু জনগণকে নিরপেক্ষভাবে সেবা দেওয়ার তাগিদ আইজিপির শিশুদের শুধু আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া কঠিন : ডেপুটি স্পিকার বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ সরকার

স্বর্ণপাম জিতল ‘দ্য স্কয়ার’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৯১ বার পড়া হয়েছে
পুরস্কার হাতে দ্য স্কয়ার পরিচালক রুবেন অস্টলুন্ড

বাংলা৭১নিউজ, ডেস্ক: বিদ্রুপও যে ভারী শিল্প হতে পারে, তা দেখালেন সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ড।

তিনি ‘দ্য স্কয়ার’ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদার উৎসব কানের স্বর্ণপাম জিতে নিয়েছেন।

রোববার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৮টার দিকে কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সবাইকে চমকে দিয়ে সেরা পুরস্কার স্বর্ণপাম জিতে নেন দ্য স্কয়ার। প্রতিযোগিতায় বিশ্ব বিখ্যাতদের ১৯টি ছবিকে পেছনে ফেলে দ্য স্কয়ার।

একটি মডার্ন আর্ট মিউজিয়ামের কিউরেটরকে নিয়ে দ্য স্কয়ারের গল্প। স্কয়ার নামের এমন একটি শহরকে দেখানো হয়েছে, যেখানে আইন-কানুনের কোনো বালাই নেই। যে যার মতো যা খুশি তা করতে পারেন।

download (1)

পরিচালক রুবেন অস্টলুন্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার।

এবারের আসরে ব্রিটিশ ছবি ‘ইউ ওয়্যার রিয়েলি নেভার হিয়ার’ দুটি পুরস্কার পেয়েছে। ছবিতে যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞ এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্কিন তারকা জোয়াক্যু ফিনিক্স।

মার্কিন লেখক জোনাথন অ্যামসের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ইউ ওয়্যার রিয়েলি নেভার হিয়ার’র জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন ছবিটির পরিচালক লিন রামসে।

অবশ্য তার সঙ্গে এটি ভাগাভাগি করেছেন গ্রিক নির্মাতা ইওর্গস লানতিমস। তার পরিচালিত ‘দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার’র অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান পেয়েছেন কানের ৭০তম বার্ষিকী পুরস্কার।

কিডম্যানের আরেক ছবি ‘দ্য বিগাইল্ড’র জন্য সেরা পরিচালক হয়েছেন মার্কিন নারী নির্মাতা সোফিয়া কপোলা।

জার্মান তারকা ডায়েন ক্রুজার হয়েছেন সেরা অভিনেত্রী। ফাতি আকিনের ‘ইন দ্য ফেড’ ছবিতে বোমা হামলায় স্বামী ও সন্তান হারানোর পর প্রতিশোধ নিতে মরিয়া এক বলিষ্ঠ নারীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।

উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ পেয়েছে মরক্কো বংশোদ্ভূত ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলোর এইডস বিষয়ক ছবি ‘১২০ বিটস পার মিনিট’।

স্বর্ণপামের জন্য ফেভারিট ভাবা আন্দ্রেই জিয়াগিন্তসভ পরিচালিত রুশ ছবি ‘লাভলেস’ পেয়েছে জুরি প্রাইজ।

সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির স্বর্ণপাম জিতেছে কিয়াই ইউ ইয়াং পরিচালিত ১৫ মিনিট ব্যাপ্তির চীনা ছবি ‘অ্যা জেন্টেল নাইট’।

এতে চীনের নামহীন ছোট্ট শহরে এক রাতে নিখোঁজ মেয়েকে খুঁজে বেড়ানো এক মায়ের আপ্রাণ চেষ্টার চিত্র দেখানো হয়েছে।

দু’বার স্বর্ণপাম জয়ী মাইকেল হানেকি পরিচালিত ‘হ্যাপি এন্ড’ এবার আসর থেকে ফিরেছে শূন্য হাতে।

একনজরে কান পুরস্কার ২০১৭
পাম দ’অর: দ্য স্কয়ার (রুবেন অস্টলুন্ড, সুইডেন)
গ্র্যাঁ প্রিঁ: ১২০ বিটস পার মিনিট (রবিন ক্যাম্পিলো, ফ্রান্স)
জুরি প্রাইজ: লাভলেস (আন্দ্রেই জিয়াগিন্তসভ, রাশিয়া)
সেরা অভিনেতা: জোয়াক্যু ফিনিক্স (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার, ব্রিটেন)
সেরা অভিনেত্রী: ডায়েন ক্রুজার (ইন দ্য ফেড, জার্মানি)
সেরা পরিচালক: সোফিয়া কপোলা (দ্য বিগাইল্ড)
সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে): লিন রামসে (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার) এবং গ্রিসের ইওর্গস লানতিমস (দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার)
ক্যামেরা দ’অর : লিওনর সেরাইল (ইয়াং ওম্যান, ফ্রান্স)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: অ্যা জেন্টেল নাইট (কিয়াই ইউ ইয়াং, চীন)
৭০তম বার্ষিকী পুরস্কার: নিকোল কিডম্যান

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com