স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা।
বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সোমবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মন্ত্রীর সচিবালয়ের অফিসে সৌজন্য সাক্ষাৎ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাক্ষাৎকালে সাংবাদিক-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে চলমান মামলার সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সমাধানের বিষয়ে আলোকপাত করেন সাংবাদিক নেতারা। এছাড়া আনুষঙ্গিক বিষয়েও আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহ-সভাপতি মধুসূদন মণ্ডলসহ অন্য নেতারা।
বাংলা৭১নিউজ/এমকে