বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব

‘স্বপন, চয়ন, আমাকে’ নেত্রী যাকেই মনোনয়ন দেবেন ঐক্যবদ্ধভাবে জয়ী তাকেই করবো’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ২৭৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতি কার্যালয়ে বুধবার সন্ধ্যায় ‘সরকারের উন্নয়ন প্রান্তিক পর্যায়ে তুলে ধরার প্রয়াসে আয়োজিত এক সভায় মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), স্থানীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেছেন,‘সফল রাষ্ট্রনায়ক, দেশরতœ শেখ হাসিনা’র সরকার দেশকে সমৃদ্ধশালী করতে অভূতপূর্ব উন্নয়ন করেছে এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক পট পরিবর্তনেও বহুমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে আমাদের দেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত করতে ও বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতাকে আরও গতিশীল করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী’র হিসেবে জননেত্রী শেখ হাসিনা’কে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে সাম্ভাব্য এমপি প্রার্থীদের মধ্যে পার্টির সভাপতি, বর্তমান এমপি হাসিবুর রহমান স্বপন ভাই, সাবেক এমপি চয়ন ইসলাম ভাই বা আমাকে, যাকেই নেত্রী দলীয় মনোনয়ন দেবেন, নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাকেই জয়ী করে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী’কে উপহার দেবো।’

এ সময় তিনি আরও বলেন,‘আপনারা সর্বক্ষেত্রে শিক্ষিত নেতা নির্বাচিত করুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও দেশকে সমৃদ্ধশালী করতে শিক্ষিত জাতির কোনো বিকল্প নাই। শিক্ষিত জাতি ও শিক্ষিত নেতৃত্ব দেশকে আরও সমৃদ্ধশালী করতে, মধ্যম আয়ের দেশ ও উন্নত রাষ্ট্রে অতিদ্রুত পরিণত করতে নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে।’ এ সময় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, শাহজাদপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আসন্ন উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাজীব শেখ, পৌর যুবলীগের আহবায়ক, সাবেক কাউন্সিলর আবু শামীম সুর্য্য, সাবেক ছাত্রনেতা আশীষ সরকার, জেলা পরিবহন শ্রমিক নেতা আব্দুস সালাম, যুবলীগ নেতা মণিরুজ্জামান মনি প্রমূখ।

সভায় পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), স্থানীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু দীর্ঘদিন ধরে শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠক, জনসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে নৌকায় ভোট চেয়ে আসছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলা আইনজীবী সমিতির হলরুমে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com