বাংলা৭১নিউজ, ডেস্ক: মৌসুমের শুরুতে আরেকটি শিরোপা যোগ হলো বার্সার তালিকায়। প্রস্তুতিমূলক ঘরোয়া টুর্নামেন্ট স্প্যানিশ সুপার কাপ নামের এই ট্রফি জেতার ফলে কোচ লুইস এনরিকে বার্সার হয়ে সব ধরনের ট্রফি জেতার নজির গড়লেন।
বুধবার রতে বার্সা সেভিয়াকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৫-০ ব্যবধানে।
ম্যাচের দশ মিনিটের মাথায় মেসির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আরদা তুরান। পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেজের সঙ্গে বল দেওয়া নেওয়া করে মেসি ডি বক্সে তুরানকে পাস দেন। বল ধরে একটু এগিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই তুর্কি মিডফিল্ডার।
৩২তম মিনিটে পেনাল্টি পায় সেভিয়া। কিন্তু ইভারাকে ফিরিয়ে দেন ক্লদিও ব্রাভো।
এর ভেতর ৪৬তম মিনিটে তুরান নিজের দ্বিতীয় গোল করে ফেলেন। শেষ পর্যন্ত ২-০তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সেভিয়া।
বিরতি থেকে ফিরে গোল করেন মেসি। ৫৫তম মিনিটে।
লুকাস ডিগনের পাস থেকে হেডে জাল খুঁজে নেন তিনি।
বাংলা৭১নিউজ/সিএইস