বাংলা৭১নিউজ,ডেস্ক: স্পোর্টিং গিজনের বিপক্ষে শেষ দুই লিগ ম্যাচে ১১ গোল করছে বার্সেলোনা। নিজেরা গোল খায়নি একটিও। লা লিগায় আজ রাতে স্পোর্টিংয়ের জালে আবার গোল উৎসব করবে লুইস এনরিকের শিষ্যরা?
বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। টিভিতে সরাসরি দেখা যাবে সনি সিক্স চ্যানেলে।
লা লিগার শিরোপা লড়াইটা এই মুহূর্তে বেশ জমে উঠেছে। গত রোববার লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে বার্সেলোনা। কয়েক ঘণ্টা পরের ম্যাচে পিছিয়ে পড়েও ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে ফেরে রিয়াল মাদ্রিদ।
বর্তমানে ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সার পয়েন্ট ৫৪। আজ বার্সা স্পোর্টিংকে হারালে রিয়ালের ওপর চাপ বেড়ে যাবে। বার্সা ম্যাচের দুই ঘণ্টা পর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালও মাঠে নামবে লাস পালমাসের বিপক্ষে।
গত বছরের সেপ্টেম্বরে নেইমারের জোড়া গোলে স্পোর্টিংকে তাদের মাঠেই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। তার আগে এপ্রিলে ন্যু ক্যাম্পে স্পোর্টিংয়ের জালে লুইস সুয়ারেজ একাই করেছিলেন চার গোল, বার্সা জিতেছিল ৬-০ গোলে। অপর দুই গোল ছিল মেসি ও নেইমারের।
ওই দুই ম্যাচে স্পোর্টিংয়ের জালে দেওয়া বার্সার ১১ গোলের ৯টিই করেছেন মেসি-সুয়ারেজ-নেইমার মিলে। বার্সার ‘এমএসএন’ ত্রয়ী আজ আবার গোল উৎসবে মেতে ওঠেন কি না, কে জানে!
বাংলা৭১নিউজ/এন