বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের ৭ জন নিহত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় জাহিদ মালেক ভোটার ২২৬৫ জন, চার ঘণ্টায় পড়েছে ৯০ ভোট ‘পরিবেশ রক্ষায় শামিল হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও’ ভোটকেন্দ্রে ২ পুলিশকে পেটাল প্রার্থীর সমর্থকরা কেন্দ্রের বাইরে ব্যালট পেপার সরবরাহ, প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২ রূপালী ব্যাংকে ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না : হাইকোর্ট সম্পর্ক ভাঙার পরও শুটিংয়ে মুখোমুখি হন কারিনা-শাহিদ, যা বললেন পরিচালক দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে : রিজভী শহরে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল-থ্রি হুইলার মুজিবুল হক চুন্নুকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন অনিবন্ধিত হ্যান্ডসেট বন্ধের ব্যাপারে যা বলছে বিটিআরসি হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তথ্যের জন্য গণমাধ্যমের পক্ষে আমি নেগোশিয়েট করবো মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু সুনামগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০ অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না জরিপ চলছে ব্রিটিশ অস্ত্রে আঘাত হলে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা হামলা হবে: রাশিয়া টুঙ্গীপাড়ায় প্রিসাইডিং কর্মকর্তাদের সামনেই সিল মারার হিড়িক

‘স্পর্শকাতর’ আদেশে ‘জঙ্গির’ শিশুপুত্র রিমান্ডে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকার আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত তানভীর কাদেরী সিপারের অপ্রাপ্তবয়স্ক ছেলেকে রিমান্ডে পাঠিয়েছে আদালত, যাকে ‘স্পর্শকাতর’ আদেশ বলেছেন এক আইনজীবী।

গত ১০ সেপ্টেম্বর আজিমপুরে বিজিবি সদর দপ্তরের ২ নম্বর ফটকের কাছে একটি বাড়িতে অভিযানে তানভীর কাদেরি নিহত হওয়ার পর তার ছেলেসহ তিনটি শিশুকে উদ্ধার করেছিল পুলিশ।

গুলশান হামলার প্রেক্ষাপটে পুলিশের অভিযানে নারায়ণগঞ্জে তামিম চৌধুরী নিহত হওয়ার পর কাদেরীই ‘নব্য জেএমবি’র সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন বলে পুলিশের দাবি।

ওই ঘটনায় পরদিন সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ একটি মামলা করে। ওই মামলায় কাদেরীর ১৪ বছরের ছেলেকেও (শিশু বলে নাম প্রকাশ করা হল না) আসামি করা হয়।

বাবার বিষয়ে তথ‌্য জানতে ওই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে রবিবার ঢাকার শিশু আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আহসানুল করিম।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এই কর্মকর্তা অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে চেয়ে আবেদন করেন।

শুনানিতে আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের জ‌্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বলেন, পুলিশ ওই বাড়িতে ঢোকার জন্য দরজা খোলার পর এই আসামি ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল।

ঢাকার একমাত্র শিশু আদালতের বিচারক অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিনের আদালতে তখন সন্ত্রাসবিরোধী মামলায় অভিজ্ঞ আইনজীবী ফারুক আহমেদও ছিলেন।

তার কাছে জজ রুহুল আমিন মত জানতে চাইলে তিনি বিচারককে বলেন, এমনিতে আইনে শিশুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করাকে নিরুৎসাহিত করা হয়েছে, তবে রাষ্ট্র ও জনস্বার্থে এ বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এরপর বিচারক তিন দিন হেফাজতে রেখে শিশুটিকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। সেইসঙ্গে তিনি হাই কোর্টের নির্দেশনা মেনে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে বলেন। শুনানিতে শিশুটির পক্ষে কোনো আইনজীবী অংশ নেননি।

ফৌজদারি আইনে অভিজ্ঞ আইনজীবী ও ঢাকা বারের সাবেক সভাপতি মো. বোরহানউদ্দিন শিশুকে রিমান্ডে পাঠিয়ে আদালতের এই আদেশকে ‘স্পর্শকাতর’ বলে মন্তব‌্য করেন।

তিনি বলেন, এই আদেশটি স্পর্শকাতর কারণ শিশু আইনে পুলিশ রিমান্ডের সুযোগ সীমিত। শিশু যেন ভয় না পায়, সেজন্য আইনে মামলার শুনানির সময় এজলাসে বিচারককেও কোর্ট গাউন না পরে সিভিল ড্রেসে শুনানি নিতে বলা হয়েছে।

তিনি বলেন, শিশুকে হাতকড়া পরিয়ে আদালতে আনা-নেওয়া করা যাবে না। এছাড়া জিজ্ঞাসাবাদের সময় অবশ্যই সরকারের সমাজকল্যাণ অধিদপ্তর বা মন্ত্রণালয়ের প্রবেশন অফিসারের উপস্থিতি থাকতে হবে।

শিশুটির রিমান্ডের বিষয়ে সাবেক হাকিম রেজাউল করিম বলেন, নিশ্চয়ই শিশুটির পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। তার পক্ষে কোনো আইনজীবীর দাঁড়িয়ে বলা উচিৎ ছিল যে শিশুটিকে স্বাভাবিক আসামিদের মতো হেফাজতে নেওয়া যাবে না।

শিশুটিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, সকল আইন মেনেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের অভিযানে তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত অবস্থায় আটকের পর হাসপাতালে এখন তিনি।

গাইবান্ধার কাদেরী একটি বেসরকারি ব্যাংকের উচ্চ পদের কর্মকর্তা ছিলেন; তার স্ত্রী ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে কাজ করছিলেন একটি আন্তর্জাতিক সংস্থায়।

দুই বছর আগে সৌদি আরব থেকে ফিরে তারা জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েন বলে পুলিশের ভাষ‌্য। তাদের আরেকটি ছেলেও রয়েছে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com