বাংলা৭১নি্উজ, ডেস্ক : সম্প্রতি মেসেঞ্জারে ফটো ফিল্টার এবং স্টিকারসহ অ্যাপ্লিকেশনের মধ্যেই নতুন ক্যামেরা চালু করেছে ফেইসবুক।
এই নিয়ে ১৫ বারের মতো স্ন্যাপচ্যাট-এর ফিচার ‘নকল’ করল ফেইসবুক।
“ফেসবুক মেসেঞ্জার স্ন্যাপচ্যাটের মতো সেলফির জন্য একটি নতুন অ্যাপ্লিকেশন ক্যামেরা চালু করতে যাচ্ছে।” রিকোডের প্রতিবেদনে বলা হয়। মেসেজিং এই অ্যাপ্লিকেশনে ফটো ফিল্টার (বা জিওফিল্টারস), মাস্কস (বা লেন্স) এবং স্টিকারসহ একটি নতুন ক্যামেরা চালু করা হচ্ছে। (স্ন্যাপচ্যাটে এগুলো স্টিকার হিসেবে পরিচিত)
এর আগে ফেইসবুক স্ন্যাপচ্যাট থেকে দুই বার স্টোরিজ ক্লোন করেছিল। তা ছাড়াও প্রতিষ্ঠানটি দুইবার একত্রীকরণের চেষ্টা, চারটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশন আর দুইটি অস্থায়ী মেসেজিং বাস্তবায়ন এবং এ.আর লেন্সের সঙ্গে চারটি নতুন ক্যামেরা চালু করেছিল বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ান।
ফেইসবুকের পদক্ষেপ দেখে মনে হচ্ছে, তারা আর রাখঢাক করে সামনে আগাতে চাচ্ছে না। প্রোফাইলের ছবিতে স্ন্যাপকোড (হলুদ কিউআর কোড, যা স্ক্যান করে স্ন্যাপচ্যাটে যোগ করা যায়) ব্যবহারসহ তাদের উদ্ধত পদক্ষেপ বেড়ে যাচ্ছে দিন দিন- বলা হয়েছে প্রতিবেদনে।
বাংলা৭১নি্উজ/সিএইস