বাংলা৭১নিউজ, ঢাকা: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান , ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নাণ শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, চেয়াপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ এনে তদন্ত, সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/বি