একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান তিনি।
রবিউল হুসাইন ১৯৪৩ সালের ৩১ জানুয়ারি ঝিনাইদহের শৈলকূপার রতিডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজির (বর্তমান বুয়েট) আর্কিটেকচার ফ্যাকাল্টি থেকে স্নাতক ডিগ্রি নিয়ে স্থপতি হিসেবে কর্মজীবন শুরু করেন। কবিতা, প্রবন্ধ, উপন্যাস, শিশুতোষসহ ২৫টি বইয়ের লেখক তিনি। রবিউল হুসাইনের নকশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি ও স্বাধীনতা তোরণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, একাডেমিক ভবন কমপ্লেক্সসহ বহু স্থাপনা নির্মিত হয়েছে।
ভাষা ও সাহিত্যে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক পান এই স্থপতি।
বাংলা৭১নিউজ/এএম