বাংলা৭১নিউজ,(নড়াইল)প্রতিনিধি: নড়াইলে আশা খাতুন (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী রফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শাশুড়ি হনুফা বেগম পলাতক। শুক্রবার ভোরে নড়াইল শহরের দূর্গাপুর এলাকায় গৃহবধূর মৃত্যু ঘটে।
স্বজনরা জানান, আশা খাতুনের মৃত্যুর পর স্বামীর পরিবার এটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। তবে শ্বশুর গাফফার মোল্যা পুত্রবধূর মৃত্যুর জন্য ছেলে ও স্ত্রীকে দায়ী করে পুলিশের কাছে তথ্য দেন। পরে মামলা হয়। মৃতদেহে বেশকিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আশা খাতুনের পিতা মো. নুর ইসলাম বাদি হয়ে নড়াইল সদর থানায় দায়ের করা মামলায় রফিকুল ও তার মা হনুফা বেগমকে আসামি করেছেন। এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নড়াইল পৌর এলাকার আব্দুল গাফফারের ছেলে রফিকুল ও হোসেনপুর গ্রামের নুর ইসলামের মেয়ে আশা খাতুনের। বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার আশা খাতুন। রফিকুল মাদক সেবনের দায়ে কয়েক দফা জেল খেটেছেন। মূলত মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতেন বলে জানা গেছে।
আশার মা লাভলী বেগম অভিযোগ করেন, ‘আমার মেয়েকে মেরে ফেলার আগের দিনেও রফিকুল ও তার মা আমার কাছ থেকে টাকা নিয়েছে। আমার মেয়েকে তারা শ্বাসরোধ করে মেরেছে।’
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘গৃহবধূ হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামি রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এমএস