নিজের উপদেষ্টা থেকে পদোন্নতি দিয়ে স্ত্রী শেরিফা কাদেরকে জাতীয় পার্টির নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের মেম্বার করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এর আগে শেরিফা কাদেরকে জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি করেছিলেন তিনি।
অভিযোগ আছে, জাতীয় পার্টি থেকে মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা রশিদ চৌধুরীর মৃত্যুতে আসন শূন্য হলে ওই আসনে এমপি হিসেবে শেরিফা কাদেরকে জাপার মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে দলের মধ্যে সমালোচনা হয়।
মহিলা পার্টির অসংখ্য নেত্রী দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে নিবেদিত হলেও তাদের বঞ্চিত করা হয়। এ নিয়ে দলীয় নেত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও পদ হারানোর ভয়ে তারা আর উচ্চবাচ্য করেননি। এভাবে স্বামী জিএম কাদেরের হাত ধরে শেরিফা কাদের জাতীয় পার্টির শীর্ষ নেতা বনে গেছেন বলেও নেতাকর্মীদের অভিযোগ রয়েছে।
শেরিফা কাদেরকে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপিকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তা ইতোমধ্যে কার্যকর হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলা৭১নিউজ/এসএইচ