বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

স্ত্রীসহ সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৬ বার পড়া হয়েছে

পৌনে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরা কলারোয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন ও তার স্ত্রী জেসমিন সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ মার্চ) সংস্থার সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যাল, ঢাকা-২ এ মামলাটি দায়ের করেন। দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক ওসি মুন্সী মোফাজ্জেল হোসেনের নিজ ও স্ত্রীর নামে সাভারে ৯ তলা ও ৪ তলা দুটি বাড়ি আছে। রয়েছে নগদ টাকাও। ২০০৬ সালে জেসমিন সুলতানাকে বিয়ে করেন মোফাজ্জেল। স্ত্রী গৃহিণী হলেও মোফাজ্জেল বিভিন্ন নথিতে তাকে ব্যবসায়ী হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তবে শেষ রক্ষা হয়নি।

আসামি মুন্সী মোফাজ্জেল হোসেন তার স্ত্রীর কাছ থেকে ৮৭ লাখ টাকা ঋণ আদান-প্রদান করে উভয়ের আয়কর নথিতে তা দেখিয়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মোফাজ্জেলের নামে চার কোটি ৮৯ লাখ ২৯ হাজার ১৬৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। তবে অনুসন্ধানে তিন কোটি ৭৮ লাখ ২৭ হাজার গ্রহণযোগ্য আয় পায় দুর্নীতি বিরোধী সংস্থাটি। ফলে এক কোটি ১১ লাখ এক হাজার ২১০ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে মোফাজ্জেলের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়।

অন্যদিকে আসামির স্ত্রী জেসমিন সুলতানা বিরুদ্ধে এক কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ২৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যাওয়ায় তাকেও মামলার আসামি করা হয়েছে।

জেসমিন সুলতানার কোনো ব্যবসা-বাণিজ্য নেই। তার আয়ের কোনো বৈধ উৎসও নেই। জেসমিন সুলতানার স্বামী মুন্সি মোফাজ্জেল হোসেন পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত থাকাকালে ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করার জন্য স্ত্রীর নামে রেখেছেন বলেও এজহারে উল্লেখ করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com