রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

স্ত্রীসহ সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে

পৌনে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরা কলারোয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন ও তার স্ত্রী জেসমিন সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ মার্চ) সংস্থার সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যাল, ঢাকা-২ এ মামলাটি দায়ের করেন। দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক ওসি মুন্সী মোফাজ্জেল হোসেনের নিজ ও স্ত্রীর নামে সাভারে ৯ তলা ও ৪ তলা দুটি বাড়ি আছে। রয়েছে নগদ টাকাও। ২০০৬ সালে জেসমিন সুলতানাকে বিয়ে করেন মোফাজ্জেল। স্ত্রী গৃহিণী হলেও মোফাজ্জেল বিভিন্ন নথিতে তাকে ব্যবসায়ী হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তবে শেষ রক্ষা হয়নি।

আসামি মুন্সী মোফাজ্জেল হোসেন তার স্ত্রীর কাছ থেকে ৮৭ লাখ টাকা ঋণ আদান-প্রদান করে উভয়ের আয়কর নথিতে তা দেখিয়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মোফাজ্জেলের নামে চার কোটি ৮৯ লাখ ২৯ হাজার ১৬৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। তবে অনুসন্ধানে তিন কোটি ৭৮ লাখ ২৭ হাজার গ্রহণযোগ্য আয় পায় দুর্নীতি বিরোধী সংস্থাটি। ফলে এক কোটি ১১ লাখ এক হাজার ২১০ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে মোফাজ্জেলের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়।

অন্যদিকে আসামির স্ত্রী জেসমিন সুলতানা বিরুদ্ধে এক কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ২৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যাওয়ায় তাকেও মামলার আসামি করা হয়েছে।

জেসমিন সুলতানার কোনো ব্যবসা-বাণিজ্য নেই। তার আয়ের কোনো বৈধ উৎসও নেই। জেসমিন সুলতানার স্বামী মুন্সি মোফাজ্জেল হোসেন পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত থাকাকালে ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করার জন্য স্ত্রীর নামে রেখেছেন বলেও এজহারে উল্লেখ করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com