বাংলা৭১নিউজ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে শশুর বাড়ির লোকজনের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছে তানিয়া আক্তার নামে এক কলেজছাত্রী।
গত সোমবার কলেজছাত্রী তানিয়া আক্তার স্ত্রীর স্বিকৃতি পেতে শুশুর বাড়িতে গেলে শুশুর বাড়ির লোকজন তার মাথার চুল কেটে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে ক্ষতসৃষ্টি করে তাতে মরিচের গুড়া ছিটিয়ে এবং ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা চেষ্টা করে।
আর এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে এলাকাবাসী। বেলাব উপজেলার ঢাকা সিলেট মহসড়কে দুকুন্দি নামক স্থানে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা।
স্কুলছাত্রী তানিয়া জানান, উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি গ্রামের মৃত রহমতআলীর ছেলে সৌদি প্রবাসী জাকির হোসেনের সঙ্গে প্রায় ৩ বছর পূর্ব থেকে প্রেমের সম্পর্ক হয়। পরিবারের কাউকে না জানিয়ে চট্রগ্রাম নিয়ে ইমামের মাধ্যমে বিয়ে করে ভাড়া বাড়িতে বেশকিছুদিন সংসার করার পর স্বামী জাকির হোসেন পুনরায় বিদেশে চলে যায়।
এঘটনায় বিয়ের পর স্ত্রীর স্বীকৃতি পেতে শশুর বাড়িতে গেলে গত সোমবার বিকেলে প্রবাসী জাকিরের পরিবারে লোকজন তানিয়াকে বেদম মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে মরিচের গুড়া ছিটিয়ে দেয় এবং দা দিয়ে মাথার চুল কেটে অমানুষিক নির্যাতন করে তাড়িয়ে দেয়।
এ ঘটনায় তানিয়া বাদী হয়ে সোমবার দিবাগত রাতে বেলাব থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ শাশুড়ি সখিনা বেগম ও ননদ সুরাইয়াকে আটক করে নরসিংদী আদালতে প্রেরণ করেন।
নির্যাতিত তানিয়া আক্তার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে এবং বারৈচা ডিগ্রি কলেজের ছাত্রী।
বাংলা৭১নিউজ/জেএস