নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মোহাম্মদ মিলন (৪০) নামের এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন।
শনিবার (১২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামের ছিদ্দিক বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ মিলন ওই গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের ছেলে। তিনি সোনাইমুড়ী পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজ ঘরের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মোহাম্মদ মিলন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে