বাংলা৭১নিউজ,(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আহত মো. তরিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (০৭ মার্চ) সকালে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, শুক্রবার (০৬ মার্চ) রাতে নিজ বাড়িতে তরিকুলকে দা দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে তার স্ত্রী হীরা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহত তরিকুল ইসলাম মোংলা পৌরসভার বটতলা মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তরিকুলের দুই স্ত্রী রয়েছে। হীরা বড় বউ হিসেবে সংসার করে আসছিল।
মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হীরা তরিকুলকে কুপিয়ে জখম করে। গুরুত্বর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তরিকুল মারা যান। এ ঘটনার পর থেকে তরিকুলের স্ত্রী হীরা ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে হীরক পলাতক রয়েছে।
তরিকুলের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। হীরাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এফআর