বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্র সম্পদের সঠিক ব্যবহারে গুরুত্ব দিলেন স্পিকার সুনীল অর্থনীতি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে নদ-নদীর পানি বাড়ছে, ঝুঁকিতে বাঁধের ১১ স্থান ‘জি-ব্রেইন’ উদ্বোধন, এআই আইনের খসড়া সেপ্টেম্বরে চা ওয়ালা তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় ছটফট করছে কংগ্রেস : মোদি দুপুরের মধ্যে যে ১৭ অঞ্চলে ঝড় হতে পারে অবৈধ সম্পদ : স্ত্রীসহ রাজউক পরিচালকের বিরুদ্ধে মামলা সৌদি থেকে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৮৩ হাজি কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোপার কোয়ার্টারে ব্রাজিল ড. ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের শাহজালালে প্রায় সাড়ে ৪ কেজির ৩৮টি স্বর্ণের বার উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু : ভোলে বাবার সন্ধানে পুলিশ বিপৎসীমার ওপরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি, নিম্নাঞ্চল প্লাবিত আসামে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ ভারতে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ লিবিয়ায় ২ ভাইকে জি‌ম্মি, মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার ২ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজের রোষানলে

স্ত্রীর টাকায় নেশা-জুয়া, হিসাব চাওয়ায় খুন

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৬ বার পড়া হয়েছে

প্রায় সাত মাস আগে বিয়ে হয় পারুল আক্তার ও শান্ত মল্লিকের। শান্ত মল্লিক বিদেশে যাওয়ার কথা বলে পারুলের কাছ থেকে এক লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নেন। বিদেশ না গিয়ে নেশা করে ও জুয়া খেলে তা শেষ করে ফেলেন। টাকার হিসাব চাওয়ায় দাম্পত্য কলহের জেরে খুন হন পারুল আক্তার।

রোববার (২০ মার্চ) দুপুরে সিআইডির এলআইসি শাখার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খায়রুল আমিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টা থেকে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে পারুলকে হত্যা করেন স্বামী শান্ত মল্লিক।

হত্যাকাণ্ডের পরপরই ঘাতক স্বামী আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ভিকটিমের বাবা অলী আহম্মদ শান্ত মল্লিকের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।

পরে শনিবার (১৯ মার্চ) রাতে শরিয়তপুর পালং থানা এলাকা থেকে শান্ত মল্লিককে গ্রেফতার করা হয়।

খায়রুল আমিন বলেন, পারুল আক্তার প্রায় সাত বছর জর্ডানে চাকরি করে টঙ্গীর দাড়াইল এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। সেখানেই বসবাস করছিলেন তিনি। জর্ডানে থাকাকালে শান্ত মল্লিকের বোন তামান্নার সঙ্গে পারুলের সুসম্পর্ক ছিল। সেই সুবাদে শান্ত মল্লিকের সঙ্গে পারুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রায় সাত মাস আগে দুই লাখ টাকা দেনমোহরে ইসলামি শরীয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয়। বিয়ের পর শান্ত মল্লিক বিদেশে যাওয়ার কথা বলে পারুল আক্তারের কাছ থেকে এক লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নেন। তবে নেশা করে ও জুয়া খেলে তা শেষ করে ফেলেন।

অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খায়রুল আমিন বলেন, বেশ কিছুদিন পর পারুল বিদেশ যাওয়া এবং তার কাছ থেকে নেওয়া টাকা ও স্বর্ণালংকারের বিষয়ে স্বামীর কাছে জানতে চাইলে তাদের মধ্যে কলহ দেখা দেয়। টাকা চাওয়া নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি দুপুরেও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শান্ত মল্লিক পারুলের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘরের দরজা বন্ধ করে দ্রুত পালিয়ে যান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com