সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীকে হত্যা: সাংবাদিকের ছদ্মবেশে ফাঁসির আসামী

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপলোড সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জেরে ২০০৫ সালে শিশু সন্তানের সামনে শ্বাসরোধে হত্যা করেন স্ত্রীকে। এরপর সিলিং ফ্যানে মৃতদেহ ঝুলিয়ে সাজান আত্মহত্যার গল্প। সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেফতার করলেও ১২ দিন পর জামিনে ছাড়া পান শ্বশুরের বদান্যতায়। কিন্তু এরপরই পালিয়ে যান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাসা থেকে।

পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। ২০২০ সালের সেপ্টেম্বরে আদালতের রায়ে দণ্ডিত হন মৃত্যুদণ্ডে। ততদিনে আশরাফ হোসেন কামাল নামে এ অপরাধী ঘাঁটি গাড়েন সাভারের আশুলিয়ায়। ২০০৬ সাল থেকে বিভিন্ন ভুঁইফোড় পত্রিকায় যুক্ত হয়ে সাজেন সাংবাদিক। ২০০৯ সালে সদস্য হন আশুলিয়া প্রেসক্লাবেরও, বিভিন্ন সময় নির্বাচন করে দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। প্রায় দেড় যুগ ছদ্মবেশে থাকার পর ধরা পড়লেন র‌্যাবের হাতে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আর মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, এ পেশার মধ্যে যদি তিনি জড়িত থাকেন, তাহলে বিভিন্ন মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারবেন।  

র‌্যাব জানায়, এর আগে আশরাফের নামে নিবন্ধিত মোবাইল নম্বরের ভিত্তিতে অভিযান চালানো হয়। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করায় মোবাইল কোম্পানি সিমটি অন্যজনের কাছে বিক্রি করায় বাগে আনা যায়নি আশরাফকে। পরে সাইবার পেট্রলিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয় আশরাফের অবস্থান।

কমান্ডার খন্দকার আর মঈন বলেন, আমরা তার ছবি সংগ্রহ করেছি। তাকে দেখলে ছবি দেখে শনাক্ত করতে পারবে, এ রকম কজন ব্যক্তিকে আমরা শনাক্ত করি। আমাদের যে সাইবার পেট্রলিং তার যে নাম আশরাফ হোসেন, তো আশরাফ দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সার্চ করতে থাকি। আমরা তার দুটি পেজ পাই। সেই পেজের ছবির সঙ্গে তার এ ছবির সাদৃশ্য পাওয়া যায়।  

আত্মগোপনে যাওয়ার পরের বছরই আগের পরিচয় গোপন করে দ্বিতীয় বিয়ে করেন আশরাফ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com