দিনাজপুরে স্ত্রী সুমাইয়া আক্তার হাসিকে হত্যার পর মরদেহ ওয়ারড্রবে রেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী মনোয়ার হোসেন (৩৩)।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার হাসি (২৭) বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের ২০ জানুয়ারি মনোয়ারের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। তবে এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর ঘাসিপাড়ায় ভাড়া বাড়িতে উঠেন তারা। শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার দিকে স্ত্রী সুমাইয়াকে গলাটিপে হত্যা করে মরদেহ ওয়ারড্রবের ভেতর রেখে দেন তার স্বামী। এরপর ওই দিন রাত ১০টার দিকে থানায় হাজির হয়ে নিজের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যা করেছেন বলে নিহতের স্বামী জানিয়েছেন। ওই বাড়ির ওয়ারড্রব থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ