বাংলা৭১নিউজ, ডেস্ক: টানা ম্যাচ খেলার ধকল থেকে মুক্তি দিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে। শনিবার স্ত্রীকে নিয়ে ভ্রমণের সময় সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি।
গুজরাটের জামনগরে ওই দুর্ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি জাদেজার। ক্ষতি হয়নি জাদেজার স্ত্রী রিভা সোলানিকারও। জামনগরের বিদ্যাসাগর ইনস্টিটিউটের সামনে এক কিশোরী জাদেজার অডি গাড়ির পাশ দিয়ে দ্রুত গতিতে স্কুটি চালিয়ে যাওয়ার সময় গাড়ির দরজায় ধাক্কা লাগে।
জাদেজার গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগা ওই কলেজ ছাত্রীর নাম প্রীতি শর্মা। দুর্ঘটনায় জাদেজা কিংবা রিভার কোনো চোট না লাগলেও সামান্য আঘাত পান প্রীতি। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নেন জাদেজা নিজেই।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দারুণ ফর্মে ছিলেন জাদেজা।ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্টে ২৬টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া সফরকারীদের বিপক্ষে তিনটি ওয়ানডেতে ৪ উইকেট নেন ভারতীয় এ অলরাউন্ডার।
লঙ্গার ভার্সনে জাদেজার ধারাবাহিক উন্নয়নে টেস্ট র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। টেস্টে বোলিং র্যাংঙ্কিয়ে দুই নম্বর অবস্থানে রয়েছেন তিনি।আগামী মাসে ভারতের অস্ট্রেলিয়া সফরে দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য তিনি।
বাংলা৭১নিউজ/সিএইস