বাংলা৭১নিউজ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
স্ত্রীকে কুপিয়ে আহত করার পর স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার দিবাগত রাতে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটেছে। অত্মহননকারি আক্তার আলি মোড়ল ওই গ্রামের গহর আলি মোড়লের ছেলে।
এদিকে, মারাত্মক আহত ইরানি বেগমকে উন্নত চিকিৎসার জন্য সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
স্থাণীয়দের বরাত দিয়ে তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, রোববার রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ইরানি বেগমকে কুপিয়ে আক্তার আলি বাড়ির সামনে একটি আমগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরো জানান, ইরানি দুই সন্তানের জননী।
বাংলা৭১নিউজ/জেএস