বাংলা৭১নিউজ, ঢাকা: স্ট্রোক রোগের চিাকৎসা দেয়া এখন বাংলাদেশের ইমপালস হাসপাতালেই সম্ভব। দ্রুততম সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে পারলে তার সঠিক চিকিৎসা দেওয়া সহজসাধ্য।
ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ইমপাল্স হাসপাতালে’র উদ্যোগে আজ মঙ্গলবার (৮মে) সন্ধ্যায় ডাক্তার এবং নার্সদের নিয়ে হাসপাতালের সেমিনার হলে“হ্যান্ডসঅন ট্রেইনিং ইন একিউট স্ট্রোকম্যানেজমেন্ট শীর্ষক”একটি সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমপাল্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ জাহীর আল-আমিন।
সেমিনারে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্ট্রোকইউনিটের প্রধান ডাঃ মোঃ শহীদুল্লাহ সবুজ। সেমিনারে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আফতাব হালিম ও ডাঃ সুবাস কান্তি দে।
সেমিনারে বক্তারা বলেন, স্ট্রোক রোগের চিাকৎসা দেয়া এখন বাংলাদেশের ইমপালস হাসপাতালেই সম্ভব। দ্রুততম সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে পারলে তার সঠিক চিকিৎসা দেওয়া সহজসাধ্য। এই রোগের চিকিৎসার সর্বশেষ বৈজ্ঞানিক সাফল্যের ইনজেকশন Alteplase (Actylase) এখন ইমপাল্স হাসপাতালে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে ১৬ তালা এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। চিকিৎসার আধুনিক সকল সুবিধা সম্বলিত এই হাসপাতালটি একটি পূর্নাঙ্গ হাসপাতাল। চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াও এই হাসপাতালটিতে সার্বক্ষনিকভাবে রোগীদের সেবায় রয়েছেন একদল বিশেষজ্ঞ ডাক্তার।
ইমপালস্ হাসপাতালে যাওয়ার ঠিকানা হচ্ছে-৩০৪/ই, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা-১২০৮। হট লাইন ১০৬৪৪, ফোন: ৯৮৩১০৩৪-৪৩। এ্যাপয়েন্টমেন্টের জন্য: ০১৭১৫০১৬৭২৭, ওয়েব: www.impulsehospitalbd.com
বাংলা৭১নিউজ/জেএস