স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির ১৩৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৬ এপ্রিল) ডিজিটাল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এস.এ.এম হোসাইন। সভায় কমিটির সদস্য কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোহাম্মদ আবদুল আজিজ, মো. জাহেদুল হক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এবি