বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর সেবাকে আরও জনবান্ধব ও সহজীকরণ করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের নিয়ে গণশুনানির আয়োজন করেছে বিএসটিআই। আজ বুধবার রাজধানীর তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার। গণশুনানিতে পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিল, পরিচালক (মেট্রোলজি) মো. আবদুল মান্নান, পরিচালক (পদার্থ) শামীম আরা বেগম, পরিচালক (সিএম) মো. সাজ্জাদুল বারী, পরিচালক (মান)সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে নিউজিল্যান্ড ডেইরি, আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড, এসিআই লিমিটেড, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রডাক্ট গোদরেজ হাউজহোল্ড প্রডাক্টস (বিডি) প্রাইভেট লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাট্রিজ লিমিটেড, আরএফএল গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়ী ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে বিএসটিআই’র সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ জানান, সিটিজেন চার্টার অনুযায়ী বিএসটিআই’র সেবা অতীতের চেয়ে দ্রুততম সময়ে প্রদান করা হচ্ছে। তবে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে কিভাবে আরও কম সময়ে সেবা প্রদান করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিএসটিআইকে অনুরোধ জানান।
পাশাপাশি নতুন নতুন পণ্যের মান প্রনয়ন এবং সেসকল পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করার প্রস্তাব করেন। তাদের প্রস্তাবের উপর বিএসটিআই কর্মকর্তাদের মতবনিময় হয়। পরিশেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতামত ও প্রস্তাব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার।
বাংলা৭১নিউজ/সর