বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৪ আমার জীবনের শ্রেষ্ঠ বছর: আসিফ মাহমুদ ইএফটি উদ্বোধন, বছরের প্রথমদিনে বেতন পেলেন এমপিও শিক্ষকরা নতুন বছরে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার খুলল এস আলমের বন্ধ হওয়া ৯ কারখানা ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মেট্রোরেলের লাইনে ফানুস, রাতভর পরিষ্কার করলো ডিএমটিসিএল হিন্দুরা নয়, আগস্টের পর ভারতে বেশি গেছেন মুসলিমরা বছরের প্রথম দিনে রাজধানীর বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ইইউতে ফিরতে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক গড়তে চায় তুরস্ক ২০২৪ সালে গণপিটুনিতে নিহত ১২৮ জন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় ভূমি বিষয়ক সকল হয়রানি দূর করার অঙ্গীকার ভূমি মন্ত্রণালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক গ্রেফতার নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উচ্ছ্বাস-উল্লাসে নতুন বছর উদযাপন পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

স্টিল জাতীয় পণ্য নিয়ে ভারতীয় জাহাজ ‘মহাদেব’ আশুগঞ্জ নৌবন্দরে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৭ মে, ২০১৮
  • ৪৮৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,মোঃ হুমায়ুন কবির ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় ভারতীয় পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ১৭শ’ ৩১ মেট্রিক টন স্টিল জাতীয় পণ্য বোঝাই এমভি মহাদেব নামে একটি ভারতীয় জাহাজ আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর এলাকায় এসে পৌঁচ্ছে। তবে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ এখনো শুরু হয়নি। আগামী শনিবার খালাস হয়ে রবিবার ভারতের আগরতলা ত্রিপুরার পালাটন বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

জানা যায়, এমভি মহাদেব নামে একটি ভারতীয় জাহাজ আগরতলা ত্রিপুরা রাজ্যের পালাটান বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ১৭শ’ ৩১ মেট্রিক টন স্টিল জাতীয় পণ্য নিয়ে গত ৩০ এপ্রিল কলকাতার হিদিরপুর নৌবন্টদর থেকে মালামাল লোড করে রওয়ানা দেন। দীর্ঘ ৭ দিন পর ৪শ’ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে আজ ৭মে সোমবার সকালে আশুগঞ্জের নৌবন্দর এসে পৌচ্ছে। এই ভারতীয় পণ্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে মালামাল যাবে আগরতলায় পালাটন বিদ্যুৎকেন্দ্রে। এছাড়াও সকল প্রকার মাসুল দিয়েই পণ্য নেয়া হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ১৯৭২ সালের ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় বিভিন্ন সময়ে বাংলাদেশের ভূখন্ডব্যবহার করে মালামাল নিচ্ছে ভারত। এরই ধারাবাহিকতায় এই চুক্তির আওতায় আবারো ত্রিপুরার পালাটন বিদ্যুৎ কেন্দ্রের ১৭শ’ ৩১ মেট্রিক টন ভারতীয় স্টিল জাতীয় পণ্য নিয়ে কলকাতার হিতিরপুর নৌবন্দর থেকে এমভি মহাদেব নামে জাহাজটি ৩০ এপ্রিল রওয়ানা করে। দীর্ঘ ৭ দিন পর ৪‘শ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে আজ ৭মে সোমবার সকালে আশুগঞ্জের নৌবন্দর এসে পৌচ্ছে। তবে সকল আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা জনিত কারনে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে আনা হয়নি এবং নদীর মধ্যে অবস্থন করছে।

এদিকে এই মালামাল বন্দরে আসার পর সকল প্রকার মাসুল দিয়েই আগামী ১৩মে রবিবার সকাল থেকে ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় এই মালামাল সড়ক পথে আশুগঞ্জ নৌবন্দর হয়ে আখাউড়া বন্দর ব্যবহার করে আগরতলায় পণ্য পরিবহন শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ।

লোডিংএর দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্টসি অয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান জানান, কলকাতার হিতিরপুর নৌ-বন্দর থেকে জাহাজটিতে ৩০এপ্রিল ভারতীয় কলকাতার পালাটন বিদ্যুৎ কেন্দ্রের মালামাল স্টিল জাতীয় পণ্য লোড করা হয়। প্রায় ৭ দিন পর জাহাজটি আজ ৭ মে আশুগঞ্জ নৌবন্দর এসে পৌচ্ছে । কাষ্টমসসহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশী ট্রাক ব্যবহার করে পাইপ গুলি আখাউড়া বন্দর হয়ে আগরতলা যাবে।

বিআইডব্লিউটি এ কর্মকর্তা মোঃ শাহআলম জানান, কাষ্টমস কর্তৃপক্ষের সকল প্রকার চার্জ দিয়েই আগামী শনিবার অথবা রবিবার সকাল থেকে পণ্য পরিবহন শুরু হবে। এসময় দু’দেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে জাহাজটির সিল ঘালা উন্মূক্ত করবেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com