শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। স্টাফদের হাত-পা বেঁধে ভল্ট থেকে কোটি টাকা লুট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৫ জানুয়ারি) দিনগত মধ্য রাতে শহরের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের একটি ডিলার পয়েন্ট রয়েছে। শনিবার মধ্যরাতে ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৪-৫ জনের ডাকাতদল।
তারা ভেতরে থাকা তিন অফিস স্টাফদের হাত-পা বেঁধে ভল্টের ভেতরে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। ভল্টটিতে এক কোটি ৩৪ লাখ টাকা ছিল। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সেলফ প্রমোশন সার্ভিসের ব্যবস্থাপক সিহাব আহম্মেদ বলেন, ‘ভবনের পেছনের গ্রিল কেটে ডাকাতরা প্রবেশ করেছে। পরে তারা আমাদের স্টাফদের হাত-পা বেঁধে টাকা-পয়সা নিয়ে যায়। আমাদের ভল্টে কোটি টাকার ওপরে ছিল।’
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অধিকতর তদন্তের জন্য ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ