বাংলা৭১নিউজ,গাজীপুর: গাজীপুরের সুকন্দিরবাগে স্কুলের পানির পাম্প বসানোর পরিত্যক্ত গর্তে পড়ে রোমানুল রহমান নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার অপর শিশু সানিকে টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্বজন ও এলাকাবাসীর।
শিশু রোমানুলের মায়ের কান্না আর আহাজারিতে এখন বেদনার্ত সুকন্দিরবাগের চারিপাশ। কারো সান্ত্বনাতেই থামতে চাইছে না সন্তানহারা মায়ের কান্না।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বালু দিয়ে ভরাট গর্ত শুক্রবারের বৃষ্টিতে আরো দেবে যায়। পরদিন সকালে স্কুল ছুটি হওয়ার পর দৌড়ে বাড়ি ফেরার সময় শিশু রোমানুল ও সানি ওই গর্তের মধ্যে পড়ে যায়। এ সময় চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এসে তাদের উদ্ধার করে।
এদিকে, হায়দারাবাদ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এই মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেও, বিদ্যালয় প্রাঙ্গণে এই গভীর গর্তের কারণে সৃষ্ট দুর্ঘটনার কোনো সদুত্তর দিতে পারেননি।
দুই বছর আগে স্কুলের পাশে নলকূপ স্থাপনের জন্য ৫ ফুট গভীর গর্তটি করা হয় বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
বাংলা৭১নিউজ/এসএইস