বাংলা৭১নিউজ,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের সদর উপজেলার পালী গ্রামে দশম শ্রেনীর এক মাদরাসা ছাত্রীকে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ধর্ষনাকারী জুলহাজ ইসলাম সবুজকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সদর উপজেলার পশ্চিম পালী গ্রামের ইদ্রিস আলীর ছেলে জুলহাজ ইসলাম সবুজ ওই মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষন করে। রোববার ওই যুবক মেয়েটিকে পাশ্ববর্তী গ্রামের শহীদুল ইসলামের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে এবং ছেলেটিকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে আজ সোমবার বেলা সাড়ে ১১টার সময় একজনকে আসামী করে সদর থানায় মামলা
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল হক জানান, কৌশলে মেয়েটি কে ধর্ষণ করা হয়েছে। এব্যাপারে তার মা থানায় মামলা করলে আসামী গ্রেফতার করা হয়েছে এবং মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার াজান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস