বাংলা৭১নিউজ, মো. কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী খাতুন কে বখাটে কর্তৃক ধারাল ছুঁরি দিয়ে হত্যার লক্ষে হামলা চালায় সন্ত্রাসী মনিরুল। কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর পাঠানপাড়া বাক্স পট্টি এলাকায় এ হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত সাথী খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে ঘটনার দিন পাঠানো হয়। জঘণ্য এ হামলার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তিব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বিচার দাবি করে বক্তব্য রাখেন মো. তরিকুল ইসলাম তারিফ, হাসিব হোসেন, মো. কুদরত-ই-খুদা।
আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, মো. আসলাম কবীর, মো. হাসিনুর রহমান,মো. কামাল হোসেন, শওকত শাহীন, মো.মুনিরুজ্জামানসহ অন্যরা।
মানববন্ধনে এলাকাবাসীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিচারের দাবিতে বিভিন্ন বক্তব্য লেখা প্লাকার্ড বহন করে। দ্রুত এ ঘটনার যেন সাজা হয়, আর যেন কোন শিক্ষার্থী হামলার শিকার না হয় সে জন্য জোর দাবি জানান হয়।
বাংলা৭১নিউজ/জেএস