বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা কর্তৃক স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগ উঠেছে।
ধর্ষক মুক্তিযোদ্ধা ও প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবারকে ৪ দিন ধরে অবরুদ্ধ করে রাখে এবং ঘটনা প্রকাশ না করার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
পরে এলাকাবাসীর সহযোগিতায় বুধবার রাতে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সকালে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অভিযোগে জানা যায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই ব্যাপারীটারী গ্রামের মৃত করিমুল্ল্যাহ্ সরকারের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার (৬৫) গত ১৫ জুলাই রবিবার সকালে প্রতিবেশী ও বড়লই বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী (১৪) কে বাড়ীতে একা পেয়ে জোরপুর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষক ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেয়। ঘটনা জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী বৃহস্পতিবার লম্পট ওই মুক্তিযোদ্ধার বাড়ী ঘেরাও করে। কৌশলে বাড়ী ছেড়ে পালিয়ে যায় ধর্ষক আব্দুল মজিদ।
বড়লই বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান সোবহানী -ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মোঃ জহির আলী বলেন, ধর্ষক আব্দুল মজিদ মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক। তার উপযুক্ত বিচার হওয়া দরকার।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান জানান, ঘটনাটি ন্যাক্কারজনক।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/জেএস