রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

স্কাউট সমাবেশে অসুস্থ ৪ শিক্ষক-শিক্ষার্থী হাসপাতালে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ১১০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরকে শতভাগ স্কাউট জেলা ঘোষণার অনুষ্ঠানে প্রচন্ড রোদ ও গরমে অসুস্থ হয়ে শিক্ষক-ছাত্রীসহ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলেন- বাগাতিপাড়া গার্লস হাইস্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা আইভী রহমান ও পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নুর-উন-নবী এবং নাটোর সদর উপজেলার দুই জন ছাত্রী। তাদের নাম এখনও জানা যায়নি।

জানা যায়, শনিবার সকালে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মূখ্য কর্মকর্তা আবুল কালাম আযাদের উপস্থিতিতে নাটোরকে দেশের দ্বিতীয় শতভাগ স্কাউট জেলা ঘোষণা করার কর্মসূচী নেয়া হয়।  সকাল থেকেই প্রচন্ড রোদ আর গরমে দীর্ঘসময় কয়েক হাজার শিক্ষার্থী মাঠে অবস্থান করে। এদের মধ্যে দুই জন ছাত্রী সকাল সাড়ে ৯টার কিছু পর অসুস্থ হয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিস কর্মীরা ওই দুজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পৌছে দেয়। অপরদিকে, বেলা সাড়ে ১১টায় অতিথিরা ডিসপ্লে উপভোগের সময় অসুস্থ হয়ে পড়েন বাগাতিপাড়া গার্লস হাইস্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা আইভী রহমান ও পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নুর-উন-নবী। তাদের উদ্ধার করে অটোরিক্সাযোগে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন জানান, দাঁড়িয়ে থাকা অবস্থায় শিক্ষক আইভি রহমান ও নুর-উন-নবী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে মাঠের এককোনে এনে রাখা হয়। পরে একটি অটোরিক্সা ডেকে হাসপাতালে পাঠানো হয়।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আরএমও মাহবুবুর রহমান জানান, প্রচন্ড তাবদাহের ঘটনায় ২ ছাত্রীসহ বেশ কয়েকজনকে চিকিৎসা দেয়া হয়েছে হাসপাতাল থেকে। চিকিৎসা শেষে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে। জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রচন্ড তাপদাহের কারনেই এমনটা হয়েছে। তাদের পক্ষ থেকে প্রস্ততির কোন ঘাটতি ছিলো না।

তবে অনুষ্ঠানে অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, তীব্র গরমেও অনুষ্ঠান সংক্ষিপ্ত না করে দীর্ঘায়িত করার কারণে এমন ঘটনা ঘটেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com