বাংলা৭১নিউজ, ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বিসিবি একাদশ। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বিসিবি একাদশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫১ রান। ব্যাট করছেন আব্দুল মাজিদ (৪৬) ও নাজমুল হোসেন শান্ত (০)।
৪ রান করে আউট হয়ে ফিরে গেছেন সৌম্য সরকার।
এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় দিনে উভয় দল ৪৫ ওভার করে ব্যাট করার সুযোগ পায়। তাতে ইংল্যান্ড দল প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে।
আর বিসিবি একাদশ ব্যাট করে ৪৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। শাহরিয়ার নাফীস ৫১ ও সৌম্য সরকার ৩৩ রান করেন। ৩০ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে।
সাব্বির বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন।
তবে প্রথম প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ ও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের একাদশ ভিন্ন। আজকে এ ম্যাচের একাদশ জাতীয় দলের ও এইচপি ক্যাম্পের খেলোয়াড়দের সম্মিলনে গঠিত। তবে আগের ম্যাচে খেলা অনেকেই এখানে রয়েছেন।
বিসিবি একাদশ : আব্দুল মাজিদ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভীর হায়দার, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, আল-আমিন হোসেন, আবু হায়দার, শুভাশীষ রায়, সাদমান ইসলাম, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
বাংলা৭১নিউজ/সি