বাংলা৭১নিউজ, ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে ছিলেন নিষ্প্রভ। শুধু কি আফগান সিরিজ? ঘরের মাঠে গেল ভারত-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সৌম্য সরকার। তারপরও নির্বাচকরা তাঁর উপর আস্থা রেখেছেন।
তবে আজ ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটা সৌম্যর জন্য ফর্মে ফেরার সুযোগ হিসেবেই দেখছেন ক্রিকেটের রথী-মহারথীরা। এছাড়া ইমরুল কায়েস আফগানিস্তান সিরিজের শেষ দুটি ম্যাচ না খেললেও ফর্ম নিয়ে কোনো প্রশ্ন নেই। ফতুল্লার প্রস্তুতিতে নিজেকে মেলে ধরার আরেকটি সুযোগ পাচ্ছেন কায়েস।
এদিকে আফগানিস্তান সিরিজ খেলা হয়নি নাসিরের। মোসাদ্দেক দলে ডাক পাওয়ায় একটু চাপে পড়ে গেছেন তিনি। তাই ফতুল্লায় আজ ভালো কিছুই করতে চাইবেন নাসির। রয়েছে বাড়তি দায়িত্বও। কারণ আজকের ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।
ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা হয়েছে আগেই। সেই ১৪ জনের মধ্যে প্রস্তুতি ম্যাচের দলে আছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাসির হোসেন ও আল আমিন হোসেন। তাই ইংলিশদের বিপক্ষে চূড়ান্ত একাদশে জায়গা পেতে আজ ভালো পারফর্মের কথাই ভাবছেন তাঁরা।
বলতে গেলে একটা ছোট খাটো পরীক্ষার মুখোমুখি হচ্ছেন সৌম্য-ইমরুল-নাসির-আল আমিন। সেক্ষেত্রে সৌম্যর ফর্মে ফেরা। ইমরুলের একাদশে টিকে থাকা আর দলে ডাক পাওয়ার চ্যালেঞ্জ নাসির ও আল আমিনের।
প্রসঙ্গত, ইংলিশদের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ৯ অক্টোবর। ১২ অক্টোবর চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে। ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট। আর ঢাকায় দ্বিতীয় টেস্ট হবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর।
বাংলা৭১নিউজ/সিএইস