বাংলা৭১নিউজ,ডেস্ক: সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গতকাল বিকেলে ৫ দিনের সফরে সৌদি আরবের পথে রওনা করেন তিনি।
শুক্রবার বিকেল সোয়া ৪টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা রওয়ানা দেন। সৌদি বাদশা সালমান দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইস