বাংলা৭১নিউজ,ঢাকা: সৌদি আরব ও যুক্তরাজ্যে সরকারি সফরে রোববার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।
তিনি বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে দুদিনের সফরে রোববার সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দাম্মামে আগামী ১৬ এপ্রিল বাংলাদেশসহ ২৩ দেশের যৌথ সামরিক মহড়া ‘গালফ শিল্ড-১’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এদিকে কমনওয়েলথ সরকারপ্রধান পর্যায়ের সম্মেলনে অংশ নিতে সোমবারই প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাবেন। পরবর্তীতে ২৩ এপ্রিল (সোমবার) তিনি ঢাকা ফিরবেন।
বাংলা৭১নিউজ/জেএস