সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সিদ্দিক মিয়া (৩৫)। গত ২৮ এপ্রিল মক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
সিদ্দিক কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী বড়বাড়ী গ্রামের হাইছু মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের মক্কা নগরী ইশারা ছিত্তিনে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবারের বরাতে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন খবরের সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিদ্দিক মিয়ার দুই ছেলে সন্তান রয়েছে। বেশ কয়েক বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। ছিদ্দিক মিয়ার আত্মার শান্তি কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
বাংলা৭১নিউজ/এসএইচ