বাংলা৭১নিউজ,ডেস্ক: নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসলে সৌদি আরবে পবিত্র রমজান মাসে তারাবিহ এবং ঈদের নামাজ ঘরে বসে পড়তে হবে বলে জানিয়েছেন গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল শেখ।
শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ঈদের দিন কোনো বয়ানও হবে না।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ খবর অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে ৫১৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ জন।
এখন পর্যন্ত ৯৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখ দুদিন আগে বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর যে স্থগিতাদেশ আছে, তা মসজিদে তারাবিহ নামাজ আদায়ের ওপর স্থগিতাদেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মসজিদ বা বাসায় যেখানেই তারাবিহ আদায় করা হোক, তা সর্বশক্তিমান আল্লাহ যেন কবুল করেন, আমরা সেই প্রার্থনা জানাই।
বাংলা৭১নিউজ/এস আর