সৌদি আরবে নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস নাতালিয়া ফস্টিয়ার-এর সঙ্গে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সোমবার বৈঠক করেছেন। এসময় রাষ্ট্রদূত করোনা মহামারীর সময়ে সীমিত পরিসরে (ভার্চুয়ালি) সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে জানান- ইউনেস্কো ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়, যা বাংলাদেশে ১৯৫২ সালে ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের জন্য এক বিরাট সন্মানের বিষয়।
এসময় রাষ্ট্রদূত করোনা মহামারী পরিস্থিতিতে সৌদি আরবের অর্থনীতি ও শ্রম বাজারের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন। সৌদি আরবে প্রায় ২৩ লাখ বাংলাদেশী অভিবাসী কর্মরত রয়েছেন, যা বাংলাদেশে প্রেরিত রেমিট্যান্সের বড় উৎস বলে রাষ্ট্রদূত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে অবহিত করেন। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের করোনা মহামারী চলাকালীন তাঁদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সৌদি সরকারের প্রশংসা করেন। সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের করোনাভাইরাসে আক্রান্ত হলে ফ্রি চিকিৎসা সেবা দেয়ার জন্যও রাষ্ট্রদূত প্রশংসা করেন।
বাংলা৭১নিউজ/এমএস