বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ চিকিৎসক করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তারা এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার গাইনি বিভাগের একজন নারী মেডিকেল অফিসার এবং মেডিসিন বিভাগের দুজন পুরুষ মেডিকেল অফিসারের করোনাভাইরাস পজিটিভ আসে।
এর আগে বুধবার হাসপাতালের মেডিসিন বিভাগের একজন চিকিৎসা কর্মকর্তা এবং তার স্ত্রী শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার করোনা আক্রান্ত হন।
আক্রান্ত পাঁচ চিকিৎসক সোহরাওয়ার্দী হাসপাতালেই আইসোলেশনে রয়েছেন। হাঁচি-কাশি ছাড়া তাদের তেমন অন্য কোনো লক্ষণ নেই।
সরকারি হিসাবে দেশে শনিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হলেন ২ হাজার ১৪৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৪ জনের।
করোনা আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসক ও নার্স রয়েছেন। ইতোমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক সহকারী অধ্যাপক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাংলা৭১নিউজ/আইএম