বাংলা৭১নিউজ,ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির জনসভায় পৌঁছেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার সকাল সোয়া ৯টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান। বেলা ১১টায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে পার্টির চেয়ারম্যান এরশাদ সভাপতিত্ব করবেন। সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। ধারণা করা হচ্ছে জনসভায় এরশাদ আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।
একই সঙ্গে রাজনীতিতে নতুন বার্তাও দেবেন তিনি। এদিকে সমাবেশকে কেন্দ্র উদ্যান ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। জনসভায় যোগ দিতে উদ্যানে প্রবেশ করছেন জাতীয় পার্টি ও সম্মিলিত জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বাংলা৭১নিউজ/জেএস