বাংলা৭১নিউজ, ঢাকা: মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। ১ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এখনো পুলিশের কাছ থেকে এই সমাবেশের অনুমতি পায়নি দলটি। আজ বেলা সাড়ে ১১টায় চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য ইতোমধ্যে গণপূর্ত বিভাগ থেকে অনুমতি দেয়া হয়েছে। পুলিশের কাছ থেকে অনুমতির জন্য আজ বেলা ১১টায় কমিশনারের কার্যালয়ে গিয়েছেন বিএনপি নেতারা।
চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছেন বলে জানান শায়রুল কবির খান।
বাংলা৭১নিউজ/এম