বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টার পর রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুন লাগার ঘটনার রহস্য উদঘাটনে সোহরাওয়াার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমারকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৩ থেকে ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।
ডা. উত্তম কুমার বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা রোগীদের নিরাপদে স্থানান্তর করেছি। এরই মধ্যে ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, স্যার সলিমুল্লাহ ও মুগদা জেনারেল হাসপাতালে রোগীদের স্থানান্তর করা হয়েছে।
এর আগে বিকাল ৫টা ৫০মিনিটে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ জানতে না পারলেও পরিচালক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন।
বাংলা৭১নিউজ/এসকে